সামাজিক অবিচার ও মূলবাসীদের লড়াই
thescroll.in এর খবর অনুযায়ী, প্রতিদিনের মতই বীরভূম জেলার রামপুরহাটের বারমাসিয়া গ্রামের ক্লাস সেভেনে পড়া ১৩ বছরের বাহা কিস্কু গত ২৮শে আগস্ট টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়। ১৬ই সেপ্টেম্বর একটি ব্রিজের নীচে বস্তায় ভরা তার টুকরো টুকরো করে কাটা পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ, গ্রেপ্তার করে পদার্থবিজ্ঞান শিক্ষক মনোজ কুমার পাল নামের এক হায়েনাকে। জানা যায় খুনের আগে ধর্ষণ করা হয় ওই ১৩ বছরের নাবলিকাকে। ২৮শে আগস্ট থেকে নিপীড়িতার মা-বাবা আত্মীয়দের বুকফাটা হাহাকার একচুলও নড়াতে পারেনি কোন মূলস্রোতী নিউজ পোর্টাল বা প্রশাসনকে। ঘটনা জানাজানির পরও বাহা কিস্কুর পচাগলা ধর্ষিতা লাশ বিন্দু পরিমাণও দোলাতে পারেনি কলকাতার থুথুচাটা বুদ্ধিবীচিদের মন। নুন-পান্তা খেয়ে কোনোরকমে বড় হতে গিয়ে হায়েনাদের শিকার হয়ে যাওয়া আদিবাসী মেয়ে তো আর বোঝেনি তার জন্যে খবর বা আন্দোলনে ফুটেজ মিলবেনা নিউজ পোর্টাল ও বুদ্ধিজীবীদের, ইন্টারভিউ এ নারীস্বাধীনতার ঝড় তুলে বিখ্যাত হওয়ার সুযোগ নেই। তাই তার সহপাঠী-সহপাঠিনীরা নেমেছিল সেদিন রাস্তায়। অন্ধ-বধির কলকাতা তখন মশগুল রাষ্ট্রের নিরাপদ শহরের তালিকায় পোজ দিয়ে ছবি তুলতে।
অন্ধ মিডিয়া, নীরব প্রশাসন ও উলঙ্গ বুদ্ধিজীবীর দেশে আদিবাসী মেয়ে বাহা কিস্কুর খুন হয়ে যাওয়াটাই যেন নিয়তি।


